গত ১৯ মে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে রাশিয়ার জাতীয় গণমাধ্যম গবেষণা সংস্থা‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যাস মিডিয়া রিসার্চারস’আয়োজিত বার্ষিক গণমাধ্যম গবেষণা পুরষ্কার "নামমি-২০১৭" এর পিএইচডি থিসিস বিভাগে তৃতীয় স্থান লাভ করে আমার গবেষণা কর্ম ‘শতাব্দীর পালাবদলে বাংলাদেশে মূলধারার গণমাধ্যম ও নিউ মিডিয়ার চিত্রপট: ভবিষ্যৎ উন্নয়ন রূপকল্প’।
প্রতি বছর এ সংস্থাটি রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম নিয়ে গবেষণা কাজের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দিয়ে থাকে।
আমিই প্রথম বাঙ্গালি যে কিনা বাংলাদেশের গণমাধ্যম নিয়ে গবেষণা করে রাশিয়ার জাতীয় পর্যায়ে এই সম্মাননা পেল।
রুশ ভাষায় লেখা সার্টিফিকেট |
মস্কো স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা অনুষদের ডিন প্রফেসর ইয়েলেনা বার্তানোভা পুরষ্কারের স্মারক হিসেবে একটি সার্টিফিকেট আমার হাতে তুলে দেন। পরে আলাপচারিতায় তিনি বাংলাদেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি এবং নিউ মিডিয়া প্রয়োগের কৌশল জানতে চান।
No comments:
Post a Comment