ভিডিও কনটেন্টকে আরও আকর্ষনীয় করে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। ইউটিউবে অতি উন্নতমানের ৪কে ৩৬০ ডিগ্রী ভিডিও সরাসরি সম্প্রচারের সুবিধা চালু করার ঘোষণা আসতে না আসতেই এবার ফেসবুক ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করেছে। সম্প্রতি ফেসবুকের মিডিয়া পেজে এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়।
১৩ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের উটা রাজ্যে অবস্থিত মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর তিনটায় ফেসবুকে পরীক্ষামূলকভাবে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও সম্প্রচার করে বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন। এতে মঙ্গল গ্রহ নিয়ে ৮০ দিনেরও বেশি সময় ধরে গবেষণারত বিশ্বের বিভিন্ন দেশের আটজন মহাকাশ বিজ্ঞানী অংশ নেয়। সারা সান্তার উপস্থাপনায় প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিওতে বিজ্ঞানীদের গবেষণার বিভিন্ন কর্মযজ্ঞ দেখানো হয়।
ফেসবুক জানায়, আগামী ২০১৭ সালে পর্যায়ক্রমে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উল্লেখ্য, ফেসবুক ২০১৫ সালের আগষ্টে লাইভ ভিডিও সেবা চালু করে;ওই বছরেরই সেপ্টেম্বরে ফেসবুক নিয়ে আসে বহুল আলোচিত ৩৬০ ডিগ্রী ভিডিও।
No comments:
Post a Comment