Friday, December 23, 2016

এবার ফেসবুকে সরাসরি অডিও

ফেসবুক তাঁদের লাইভ সম্প্রচার ফিচারে একের পর এক বৈচিত্র্য নিয়ে আসছে। ব্যবহারকারীদের জন্য এবার ফেসবুকে যুক্ত হচ্ছে লাইভ অডিও। 


ফেসবুকে বই পড়া, সাক্ষাতকার কিংবা রেডিও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সুবিধা চালু করেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি ফেসবুক লাইভ অডিও নামে নতুন একটি ফিচার চালু করেছে। ফেসবুকের মিডিয়া পেজে এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকের পণ্য বিশেষঞ শির্লেই ইপ জানান, প্রকাশকরা অনেক সময় শুধুমাত্র কথা দিয়ে কোন ঘটনা বর্ননা করতে চান এবং তাঁদের জন্য হয়তো ভিডিওর চেয়ে অডিও বিষয়বস্তু বেশি উপযুক্ত। তিনি আরও বলেন, লাইভ ভিডিওর মতোই ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে নতুন লাইভ অডিও সহজে খুঁজে পাওয়া যাবে;শ্রোতারা অডিও সম্প্রচার সরাসরি শোনার পাশাপাশি লাইভ স্ট্রিমিং-এর সময় মতামত জানানো এবং অন্যদের সাথে শেয়ার করার সুযোগ পাবেন   

ফেসবুক জানায়, ২০ ডিসেম্বর থেকে চালু হওয়া লাইভ অডিও ফিচারটি আপাতত ফেসবুকের সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান বিবিসি, এলবিসি, প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স, লেখক অ্যাডাম গ্রান্ট ও ব্রিট বেন্নেট ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ২০১৭ সালে পর্যায়ক্রমে নতুন এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


উল্লেখ্য,ফেসবুক ২০১৫ সালের আগস্টে লাইভ ভিডিও সেবা চালু করে;ওই বছরেরই সেপ্টেম্বরে ফেসবুক নিয়ে আসে বহুল আলোচিত ৩৬০ ডিগ্রি ভিডিও। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর ফেসবুক ৩৬০ ডিগ্রি লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করে। 

Sunday, December 18, 2016

Glen Mulcahy's Advice for Aspiring Mobile Journalists


Mobile journalism specialist and Mojocon founder Glen Mulcahy offers guidance for anyone hoping to become a #mojo master.


Wednesday, December 14, 2016

ফেসবুকে সরাসরি ৩৬০ ডিগ্রী ভিডিও সম্প্রচারের সুবিধা




ভিডিও কনটেন্টকে আরও আকর্ষনীয় করে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইউটিউবে অতি উন্নতমানের ৪কে ৩৬০ ডিগ্রী ভিডিও সরাসরি সম্প্রচারের সুবিধা চালু করার ঘোষণা আসতে না আসতেই এবার ফেসবুক ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করেছে।  সম্প্রতি ফেসবুকের মিডিয়া পেজে এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়।  






১৩ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের উটা রাজ্যে অবস্থিত মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর তিনটায় ফেসবুকে পরীক্ষামূলকভাবে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও সম্প্রচার করে বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন। এতে মঙ্গল গ্রহ নিয়ে ৮০ দিনেরও বেশি সময় ধরে গবেষণারত বিশ্বের বিভিন্ন দেশের আটজন মহাকাশ বিজ্ঞানী অংশ নেয়। সারা সান্তার উপস্থাপনায় প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিওতে বিজ্ঞানীদের গবেষণার বিভিন্ন কর্মযজ্ঞ দেখানো হয়।   

ফেসবুক জানায়, আগামী ২০১৭ সালে পর্যায়ক্রমে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উল্লেখ্য, ফেসবুক ২০১৫ সালের আগষ্টে লাইভ ভিডিও সেবা চালু করে;ওই বছরেরই সেপ্টেম্বরে ফেসবুক নিয়ে আসে বহুল আলোচিত ৩৬০ ডিগ্রী ভিডিও।



Tuesday, December 13, 2016

GoPro HERO4: The Adventure of Life in 4K

We've got the very first footage from a GoPro Hero4 Black camera.  The quality we have experienced with the camera is really cool!
It was a windy, freezing day and the snow was falling all the time. But students enjoyed shooting in such weather & made fun:) 

So let's enjoy the clip made by my Mojo students. 



Friday, December 2, 2016

Prothom Alo's Mojo workshop fetured by UK's Portal


Recently renowned UK-based website Journalism.co.uk has featured on Mobile Journalism (MoJo) training workshop held in July in Dhaka, where reporters were taught the basic skills of shooting, editing and publishing content with a smartphone. You can read details at Journalism.co.uk