Friday, December 23, 2016

এবার ফেসবুকে সরাসরি অডিও

ফেসবুক তাঁদের লাইভ সম্প্রচার ফিচারে একের পর এক বৈচিত্র্য নিয়ে আসছে। ব্যবহারকারীদের জন্য এবার ফেসবুকে যুক্ত হচ্ছে লাইভ অডিও। 


ফেসবুকে বই পড়া, সাক্ষাতকার কিংবা রেডিও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সুবিধা চালু করেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি ফেসবুক লাইভ অডিও নামে নতুন একটি ফিচার চালু করেছে। ফেসবুকের মিডিয়া পেজে এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকের পণ্য বিশেষঞ শির্লেই ইপ জানান, প্রকাশকরা অনেক সময় শুধুমাত্র কথা দিয়ে কোন ঘটনা বর্ননা করতে চান এবং তাঁদের জন্য হয়তো ভিডিওর চেয়ে অডিও বিষয়বস্তু বেশি উপযুক্ত। তিনি আরও বলেন, লাইভ ভিডিওর মতোই ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে নতুন লাইভ অডিও সহজে খুঁজে পাওয়া যাবে;শ্রোতারা অডিও সম্প্রচার সরাসরি শোনার পাশাপাশি লাইভ স্ট্রিমিং-এর সময় মতামত জানানো এবং অন্যদের সাথে শেয়ার করার সুযোগ পাবেন   

ফেসবুক জানায়, ২০ ডিসেম্বর থেকে চালু হওয়া লাইভ অডিও ফিচারটি আপাতত ফেসবুকের সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান বিবিসি, এলবিসি, প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স, লেখক অ্যাডাম গ্রান্ট ও ব্রিট বেন্নেট ব্যবহার করার সুযোগ পাচ্ছে। ২০১৭ সালে পর্যায়ক্রমে নতুন এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।


উল্লেখ্য,ফেসবুক ২০১৫ সালের আগস্টে লাইভ ভিডিও সেবা চালু করে;ওই বছরেরই সেপ্টেম্বরে ফেসবুক নিয়ে আসে বহুল আলোচিত ৩৬০ ডিগ্রি ভিডিও। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর ফেসবুক ৩৬০ ডিগ্রি লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করে। 

Sunday, December 18, 2016

Glen Mulcahy's Advice for Aspiring Mobile Journalists


Mobile journalism specialist and Mojocon founder Glen Mulcahy offers guidance for anyone hoping to become a #mojo master.


Wednesday, December 14, 2016

ফেসবুকে সরাসরি ৩৬০ ডিগ্রী ভিডিও সম্প্রচারের সুবিধা




ভিডিও কনটেন্টকে আরও আকর্ষনীয় করে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইউটিউবে অতি উন্নতমানের ৪কে ৩৬০ ডিগ্রী ভিডিও সরাসরি সম্প্রচারের সুবিধা চালু করার ঘোষণা আসতে না আসতেই এবার ফেসবুক ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করেছে।  সম্প্রতি ফেসবুকের মিডিয়া পেজে এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়।  






১৩ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের উটা রাজ্যে অবস্থিত মঙ্গল মরুভূমি গবেষণা কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর তিনটায় ফেসবুকে পরীক্ষামূলকভাবে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও সম্প্রচার করে বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন। এতে মঙ্গল গ্রহ নিয়ে ৮০ দিনেরও বেশি সময় ধরে গবেষণারত বিশ্বের বিভিন্ন দেশের আটজন মহাকাশ বিজ্ঞানী অংশ নেয়। সারা সান্তার উপস্থাপনায় প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিওতে বিজ্ঞানীদের গবেষণার বিভিন্ন কর্মযজ্ঞ দেখানো হয়।   

ফেসবুক জানায়, আগামী ২০১৭ সালে পর্যায়ক্রমে ৩৬০ ডিগ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উল্লেখ্য, ফেসবুক ২০১৫ সালের আগষ্টে লাইভ ভিডিও সেবা চালু করে;ওই বছরেরই সেপ্টেম্বরে ফেসবুক নিয়ে আসে বহুল আলোচিত ৩৬০ ডিগ্রী ভিডিও।



Tuesday, December 13, 2016

GoPro HERO4: The Adventure of Life in 4K

We've got the very first footage from a GoPro Hero4 Black camera.  The quality we have experienced with the camera is really cool!
It was a windy, freezing day and the snow was falling all the time. But students enjoyed shooting in such weather & made fun:) 

So let's enjoy the clip made by my Mojo students. 



Friday, December 2, 2016

Prothom Alo's Mojo workshop fetured by UK's Portal


Recently renowned UK-based website Journalism.co.uk has featured on Mobile Journalism (MoJo) training workshop held in July in Dhaka, where reporters were taught the basic skills of shooting, editing and publishing content with a smartphone. You can read details at Journalism.co.uk



Tuesday, November 29, 2016

Prothom Alo hosts Mobile Journalism Workshop

The leading Bangladeshi newspaper 'Prothom Alo'  has hosted a 3-day workshop on Mobile Journalism. 



The workshop was held from July 26-28, 2016 at the head office of the daily Prothom Alo in Dhaka.

It was the first time that Mobile Journalism workshop has been held in Bangladesh.

The workshop, led by Jamil Khan, Lecturer of the Department of Mass Communications, Peoples' Friendship University of Russia, gave attending journalists an opportunity to learn the techniques and workflow when using a Smartphone.

Total 27 journalists have been trained during the full period of the workshop. During the workshop participants produced material that is useful for transmission on TV, online & social media platforms. 


At the end of this field training, journalists have learnt:

• How to collect and work with UGC
• How to use the best practice for recording, editing and producing video on an Android phone
• How to record the best quality audio interview
• Basic steps of becoming a mobile reporter
• Useful tips for shooting mobile video : locations, lighting and audio
• Introduce with basic MoJo kits and apps
• Basics of mobile video editing on Kinemaster/ iMovie and other mobile apps

Workshop Video



৩৬০ ডিগ্রী ভিডিও তৈরীর অ্যাপ

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অভিনব কায়দায় গল্প বলার কৌশল খুঁজছে বিশ্বের নামিদামি গণমাধ্যমগুলো। মোবাইল প্রযুক্তির কল্যাণে সংবাদকর্মীরা আজকাল ঘটনাস্থল থেকে এইচডি মানের ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ ও স্থির ছবি তোলাসহ গোটা সম্পাদনার কাজ শেষে তা নিউজরুমে পাঠাচ্ছেন। আর ভিজ্যুয়াল কনটেন্ট হিসেবে প্রথাগত ভিডিওচিত্রের গন্ডি থেকে বেরিয়ে একে আরও আকর্ষনীয় করে দর্শকদের কাছে পৌঁছে দিতে এখন নতুন আঙ্গিকে তৈরী হচ্ছে সোশ্যাল ভিডিও কিংবা ৩৬০ ডিগ্রী প্রযুক্তির ভিডিও। 


সাধারণ ব্যবহারকারীরা কিংবা মোবাইল সাংবাদিকরা এতদিন পর্যন্ত ‘বুবলি’ ও ‘এসফেয়ার’ নামে আইফোনের জন্য নির্মিত এই দুটি অ্যাপ ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ছবি তুলতে পারতেন; তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মোবাইল ফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্মাতা প্যাপেরো আইএনসি ‘পাই’ নামে এমন একটি অ্যাপ প্রকাশ করেছে যার সাহায্যে কোন ধরণের বানিজ্যিক ৩৬০  ক্যামেরা যেমন স্যামসাংয় গিয়ার ৩৬০, রিকো থীটা এস কিংবা কোন প্রকার ভারচুয়াল রিয়েলিটি (ভিআর) যন্ত্রপাতি ছাড়াই ৩৬০ ডিগ্রী ভিডিওচিত্র তৈরী করতে পারবে। অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি নামিয়ে নেওয়া যাবে।

আইফোনে ব্যবহার উপযোগী পাই অ্যাপটি দিয়ে খুব সহজেই ৩৬০ ডিগ্রী ভিডিও বানানো যাবে। অ্যাপটির সহযোগি প্রতিষ্ঠান ইনস্টা ৩৬০-এর ন্যানো ক্যামেরা ব্যবহারের সুযোগ রয়েছে এতে। ব্যবহারকারী চাইলে অ্যাপটিতে সমর্থন করে এমন আরো কয়েকটি জনপ্রিয় ৩৬০ ডিগ্রী ক্যামেরা ব্যবহার করেও ভিডিও ধারণের কাজ করতে পারবেন। রেকর্ড করা ভিডিওতে বিশেষ আবহ বা স্পেশাল ইফেক্ট, শিরোনাম এবং ইমোজি ব্যবহারের সুবিধা নিতে পারবেন এ অ্যাপের সাহায্য। ভিডিওটি সঠিকভাবে সম্পাদনা শেষে তা ব্যবহারকারীর পাই অ্যাকাউন্ট ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে। ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের আদলে নির্মিত এই অ্যাপের সাহায্যে অন্যসব ব্যবহারকারীদের তৈরী করা ৩৬০ ডিগ্রী ভিডিও কিংবা স্লাইস ক্লিপগুলো নিউজ ফিডে দেখা যাবে।       

খোঁজ নিয়ে যানা যায়, পাই অ্যাপটি সম্পর্কে প্রথম তথ্য দেয় নতুন প্রযুক্তিপণ্য ও সেবাবিষয়ক সাইট ‘প্রোডাক্ট হান্ট ডটকম’। তাছাড়া সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিকতা বিষয়ক জনপ্রিয় একটি অনলাইন পোর্টালে বলা হয়, খুব সহজে ৩৬০ ডিগ্রী ভিডিও তৈরীর মাধ্যমে উদ্ভাবনী উপায়ে সংবাদ পরিবেশনায় পাই অ্যাপটি ইতিবাচক ভূমিকা রাখবে।  

তথ্যসূত্র :  www.pie.video

Saturday, May 28, 2016

Mobile Journalism Field Work: Producing multimedia content with smartphone



The learning experience of students in field training is worthwhile studying. On April 14th, 2016, mobile journalism field training was held for the students of Mass Communications Department of Peoples' Friendship University of Russia (PFUR).
Most of the people with smartphone today take a lot of photos and put them on the Internet. And, this generation is not new to mobile technology and shooting videos. But, there are some aspects of shooting videos with mobile which are not well known and this hinders getting good quality videos. There are some universal do's and don'ts when capturing videos with a mobile. These are some factors that even a mobile journalist at times overlooks. These are the basics which not only help journalists but also the public in getting a good video which can be used with as little editing as possible. In MoJo, the major influential factor is the time spent between shooting, and editing these videos, and sending these to the newsroom. That tine difference, that gives you the edge of a breaking news as opposed to a headline.
Mojo Field Training Program has been designed to improve the overall quality of a student to use their smartphone for filming, editing and publishing media content. Smartphone is the perfect device to capture, edit and then instantly distribute the multimedia content around the globe especially during the breaking news event.

This attached video shows some basic guidelines of mobile journalism.
This was the very first mojo student assignment submission for my students. The video was captured by iPhone 6 & edited with iMove apps.
At the end of this field training, students have learnt:
• How to collect and work with UGC
• How to use the best practice for recording, editing and producing video on an Android phone
• How to record the best quality audio interview
• Basic steps of becoming a mobile reporter
• Useful tips for shooting mobile video : locations, lighting and audio
• Introduce with basic MoJo kits and apps
• Basics of mobile video editing on Kinemaster/ iMovie and other mobile apps
Watch on Youtube (HD): https://youtu.be/IlwpCf5OW54


Sunday, May 1, 2016

Mobile Storytelling Advice From Mojo Experts


Smartphone has now become a daily part for many journalists to create, edit and send full pacakge stories. Still many journalists just prefer to use it occasional to create media content. For professional & citizen journalists it's very important to know the real art of smartphone filming. 
Check out this post highlighting expert advice put together by Sarah Redohl for Story Lab 

HOW TO BECOME A MOBILE JOURNALIST












Sunday, March 13, 2016

PFUR to host conference on Cultural-pragmatic aspects of media texts as an object of linguistics

The International research and practice conference on Cultural-pragmatic aspects of media texts as an object of linguistics will bring together leaders in the field of journalism & mass-media  for a comprehensive overview of this rapidly expanding area of research and development. The Conference will be held in Moscow from April 28-29, 2016 at the faculty of Philology of Peoples’ Friendship University of Russia (PFUR).




The conference will bring together researchers, practitioners and educators  from different areas -  journalism and media, linguistics, psychology, international relations, etc.  -  to exchange and share their experiences and research results about all aspects of Journalism and Mass Communications. "This year's conference is particularly important," said conference Convener Victor Barabash, dean of the faculty of Philology, PFUR.
 
"For the last few years due to an active information and communication technologies adoption there have been considerable changes in the organization and nature of mass media activity. Digitalization process - analog to digital conversion - marked the beginning of a new era of mass media development. We are also seeing increased interest from the business and venture capital sectors seeking to turn the results of that research to real-world uses."

"The goal of the conference is to identify and systematize the current changes in the field of mass communication" said conference Co-Chair Natalia Poplavskaya, Head of International relations, Faculty of Philology, PFUR. "We are trying to get attention from our foreign colleagues so we will use English as a working language for the conference."

The conference will cover topics relevant to the trends of mass media: modern technologies in journalism, internet media, using modern technologies, digital sources, national and global media systems, Traditions and innovations. Structure and elements of modern media system, production of media content: from gathering information to publication, production of different types of multimedia content, data journalism, investigative journalism, modern media studies: interdisciplinary approach, media linguistics, media psychology, moderm media discourse, media and communication analysis, and ethics of journalism etc.
More details about the conference are available at the official website:

www.massmediarudn.wordress.com

Tuesday, January 19, 2016

Story about winter in Russia


This is a story about Russian winter 

Duration: 3m 57 sec.
Location: Moscow
Language: Bengali 
Date: January 19, 2016
Device: Samsung Galaxy Mega 6.3 Smartphone 
Apps for recording & editing: Native camera app & Kinemaster
Distribution platform: YouTube






Tuesday, January 5, 2016

Multimedia reporting with mobile devices










This week we look at the possibilities and limits of doing multimedia journalism using only mobile devices.
This is a conversation with Missouri School of Journalism Assistant Professor Judd Slivka, who turned an entry-level multimedia course into a four-month experiment with mobile reporting tools. Here Slivka explains the tradeoffs involved and introduces several peripheral devices that help get the quality of iPhone and iPad audio and video closer to that of standard professional-level gear.

Example: Check out this video that was shot and edited on mobile devices by Slivka's team at the Missouri School of Journalism